পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা স্থগিত করেছে ইসলামাবাদ আদালত।
সোমবার (২৩ ডিসেম্বর) মামলার রায় ঘোষণার কথা থাকলেও বিচারপতি নাসির জাভেদ রানা জানিয়েছেন, আদালতের শীতকালীন ছুটির কারণে রায় ঘোষণার নতুন তারিখ পরে নির্ধারণ করা হবে।
বিচারপতি রানা বলেন, “আজ রায় দেওয়া হবে না, কারণ আদালতে ছুটি শুরু হচ্ছে এবং হাইকোর্টে একটি কার্যধারা রয়েছে।” আদালতের শীতকালীন ছুটি আগামীকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শুরু হয়ে চলবে ১ জানুয়ারি পর্যন্ত।
ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড তছরুপের অভিযোগে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) আল-কাদির ট্রাস্ট মামলাটি দায়ের করেছিল।
গত বছরের মে মাসে এই মামলায় ইমরান খান গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।
এ বছরের ২৭ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পর দুর্নীতির অভিযোগে ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয়।
অভিযোগে বলা হয়, বাহরিয়া টাউন লিমিটেডের কাছ থেকে কোটি কোটি রুপি এবং জমি গ্রহণ করেছিলেন তারা।
এছাড়া, ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের আমলে যুক্তরাজ্য থেকে পাকিস্তানকে ফেরত দেওয়া পাঁচ হাজার কোটি রুপি বৈধ করার জন্য এই লেনদেন করা হয় বলে দাবি করা হয়েছে।
ডিসেম্বরে এনএবি তাদের বিরুদ্ধে আরও একটি অভিযোগ আনে, যেখানে আল-কাদির বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট দুর্নীতির কথা উল্লেখ করা হয়।
মামলার রায় ঘোষণার তারিখ শিগগিরই পুনরায় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে আদালত।
আরএস//বিএন