আন্তর্জাতিক ডেস্ক: চলমান মার্কিন সামরিক হামলায় গত এক মাসে অন্তত ৫০০ হুতি সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ৩৫ দিনে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে বিমান ও নৌপথে হামলা চালিয়ে যাচ্ছে। নতুন নতুন এলাকায় অভিযান বিস্তারের ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, এসব হামলায় হুতিদের শীর্ষ পর্যায়ের নেতাসহ ড্রোন অপারেটর ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা নিহত হয়েছেন। একাধিক প্রশিক্ষণ শিবির পুরোপুরি ধ্বংস হয়েছে এবং বেঁচে যাওয়ার কেউই নেই বলে দাবি করা হয়েছে।
সূত্র আরও জানায়, হুতি গোষ্ঠী নিহত যোদ্ধাদের পরিবারের ওপর চুপ থাকার চাপ দিচ্ছে এবং জনমনে আতঙ্ক এড়াতে শুধুমাত্র নিম্ন পর্যায়ের সদস্যদের মৃত্যুর খবর স্বীকার করছে।
অন্যদিকে, হুতিদের হাতে আগে বন্দি থাকা শেখ জামাল আল-মামারি নামে এক ইয়েমেনি নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, নিহত হুতিদের সংখ্যা আসলে ৬৫০ জনের বেশি। যদিও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
মার্কিন হামলায় কিছু বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন, তবে তাদের নির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। হুতিদের সামরিক শক্তি এই হামলার ফলে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল আরাবিয়ার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সোমবার রাত পর্যন্ত এই অভিযান অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, হুতিদের পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্রও ক্ষতির সম্মুখীন হয়েছে। এ পর্যন্ত অন্তত পাঁচটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার। রাজধানীসহ গুরুত্বপূর্ণ বন্দরনগরীগুলো থেকে হুতিদের উৎখাতে একটি স্থল অভিযানের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।