ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যদি নতুন কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলায় ‘দলের নেতৃত্ব দেবে’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার প্রকাশিত টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারটি গত ২২ এপ্রিল নেওয়া হয়েছিল। তবুও ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, একটি চুক্তি হতে পারে।পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা অথবা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতেও রাজি আছেন। টাইমকে ট্রাম্প বলেন, ‘হয়তো আক্রমণ করতে হতে পারে, কারণ ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’
এই নতুন হুমকি এমন সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং শনিবার ওমানে তৃতীয় দফার বৈঠক নির্ধারিত রয়েছে। শেষবার রোমে হওয়া বৈঠকের শেষে উভয় পক্ষ আশাবাদ প্রকাশ করেছিল, যদিও কোনো বিস্তারিত তথ্য তারা জানায়নি। এই আলোচনা থেকে ইরানের চিরশত্রু ইসরায়েলকে এখনো বাইরে রাখা হয়েছে, যদিও মঙ্গলবার ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর বলেন, ‘আমরা প্রতিটি বিষয়ে একই পক্ষেই রয়েছি।’
টাইম ম্যাগাজিন ট্রাম্পকে প্রশ্ন করে জানতে চেয়েছিল, তিনি কি ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে একতরফা হামলা চালানো থেকে বিরত রেখেছিলেন? জবাবে ট্রাম্প বলেন, ‘তা ঠিক নয়।’ তিনি বলেন, ‘আমি তাদের থামাইনি। তবে আমি তাদের জন্য পরিবেশটা আরামদায়কও করিনি।
কারণ আমি মনে করি, আমরা কোনো হামলা ছাড়াই একটি চুক্তিতে আসতে পারি।’ তিনি আরো বলেন, ‘শেষ পর্যন্ত, আমি সেই সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি বলেছিলাম, আমি বোমা ফেলার চেয়ে চুক্তি বেশি পছন্দ করবো।’
নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেওয়ার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন, এই বিষয়টি ট্রাম্প অস্বীকার করেন এবং বলেন, ‘তারা (ইসরায়েল) হয়তো যুদ্ধে জড়িয়ে পড়বে। কিন্তু আমরা এখানে ঢুকব না।
সূত্র : এএফপি