ইরানে মিলেছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন লাল লিপস্টিক। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, এটি তিন হাজার ৬০০ বছরের পুরোনো লিপস্টিক। খ্রিষ্টপূর্ব ১৬৮৭ সালে পৃথিবীর সবচেয়ে পুরানো রাষ্ট্র ইরানে এটি তৈরি করা হয়েছিল।
প্রত্নতত্ত্ববিদরা বলছেন, এই লিপস্টিক মূলত হেমাটাইট নামের খনিজ দিয়ে তৈরি। লিপস্টিকের লাল রঙের নেপথ্যে রয়েছে হেমাটাইট নামের অক্সাইড খনিজের উপস্থিতি। এই খনিজ থেকেই উজ্জ্বল লাল বর্ণের উৎপত্তি। লিপস্টিকটি একটি সুন্দর খোদাই করা বোতলের মধ্যে রাখা হয়েছে।
তখনকার প্রথা অনুযায়ী, দাফনের সময় মৃতদেহের সঙ্গে প্রসাধনীসহ মূল্যবান সামগ্রী দেওয়া হতো। এরকম একটি কবরস্থান থেকেই এই লিপস্টিক আবিষ্কার করা হয়।