আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ইসরাইলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করে দেশটির সঙ্গে সকল ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
বুধবার (১৪ মে) স্পেনের পার্লামেন্ট অধিবেশনে কাতালান এমপি গ্যাব্রিয়েল রাফিয়ানের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী সানচেজ এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু অ্যাজেন্সি।
সানচেজ বলেন, আমি পরিষ্কারভাবে জানাতে চাই— একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে আমরা আর বাণিজ্যিক সম্পর্ক রাখছি না। যারা গণহত্যাকারীদের সমর্থন করছেন, তাদেরও বিষয়টি ভালোভাবে অবগত থাকা উচিত।
যদিও কিছুদিন আগেই স্পেন ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল, কিন্তু বুধবার তা প্রথমবারের মতো সরাসরি জনসমক্ষে তুলে ধরেন পেদ্রো সানচেজ। তার এই মন্তব্যের পরপরই বৃহস্পতিবার (১৫ মে) ইসরাইলে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আনা সলোমনকে ডেকে কড়া প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।