বিশেষ প্রতিনিধি:
গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে চলমান বিক্ষোভ চলাকালে সিলেটসহ দেশের বিভিন্ন শহরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পাঠানো এক সরকারি বিবৃতিতে জানানো হয়, গতকাল সোমবার সংঘটিত এসব ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে দুটি মামলা দায়ের করেছে এবং আরও মামলার প্রস্তুতি চলছে।
বিবৃতিতে বলা হয়, বিক্ষোভ চলাকালে ধারণ করা ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে। যারা এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে, তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, কারও কাছে যদি প্রাসঙ্গিক কোনো তথ্য থাকে, তবে তা তদন্তে সহযোগিতা হিসেবে প্রদান করতে অনুরোধ করা হচ্ছে।
এছাড়াও বিবৃতিতে উল্লেখ করা হয়, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের এই ঘটনা শুধু জননিরাপত্তার জন্য হুমকি নয়, বরং দেশের আইনের শাসনকেও অবমাননা করে। যারা শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের জবাবদিহির আওতায় আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।