ইসরায়েলের গাজায় চলমান হামলার প্রতিবাদে কক্সবাজারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির সময় শহরের সুগন্ধা এলাকায় কয়েকটি রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কেএফসি, পিৎজা হাট এবং পানসি নামের রেস্তোরাঁগুলোতে এই ভাঙচুর হয়।
দেশজুড়ে পালিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের আয়োজনে ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেয়।
বিক্ষোভে অংশ নেওয়া এক কলেজ শিক্ষার্থী হৃদয় জানান, “আমরা চাই না কক্সবাজারে কোনো ইসরায়েলি পণ্য বিক্রি হোক। যেখানে থাকুক না কেন, আমরা প্রতিবাদ করব।”
একই রকম মত প্রকাশ করেন শিক্ষার্থী সুলেমান। তিনি বলেন, “ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। যে কোনো পণ্য বা প্রতিষ্ঠান যারা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সহায়তা করে, তাদের বর্জন করা হবে।”
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছিল। তবে সুগন্ধা এলাকায় কিছু বিক্ষুব্ধ ব্যক্তি পেপসি ও কোকাকোলার সাইনবোর্ড দেখে উত্তেজিত হয়ে ভাঙচুর করেন। পরে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।”