লেবাননে ইসরায়েলি বোমা হামলায় হিজবুল্লাহর কমান্ডার মোহাম্মদ কাশেম আল শায়ের নিহত হয়েছেন। তিনি গোষ্ঠীটির অভিজাত শাখা রাদওয়ান ফোর্সের কমান্ডার ছিলেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় জেলা বেকার কারাউনে ইসরায়েল এ হামলা চালালে তিনি প্রাণ হারান বলে উল্লেখ করেছে সিএনএন।
হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে:
“কারাউনে ইসরায়েলের নৃশংস বোমা বর্ষণে আমাদের ভাই এবং অভিজাত রাদওয়ান বাহিনীর কমান্ডার মোহাম্মদ কাশেম আল শায়ের শহিদ হয়েছেন। এর প্রতিশোধস্বরূপ আমরা ইতিমধ্যে উত্তর ইসরায়েলের দুটি লক্ষ্যবস্তুতে কয়েক ডজন কাতিউশা ড্রোন ও রকেট ছোঁড়া হয়েছে।”

পরে বুধবার ইসরায়েলের নিরাপত্তা বাহিনী (আইডিএফ) এতে কেউ হতাহত হননি দাবি করে বলেছে, উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী কিছু এলাকায় জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলা চালানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা তা সহজেই প্রতিহত করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে আইডিএফ লেবাননে হামলা করার প্রসঙ্গে বলে:
“গত রাতে আমরা ইসরায়েলের সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হিজবুল্লাহর ৩০টি লঞ্চার ও জঙ্গি অবকাঠামোতে হামলা চালিয়েছি। এতে আমাদের জাতির বিরুদ্ধে জঙ্গি কার্যক্রম চালানো হিজবুল্লাহ কমান্ডার আল শায়ের নিহত হয়েছেন। এতে করে দক্ষিণ লেবানন থেকে আমাদের মারাত্মক ঝুঁকি কমে গেল।”