গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা। প্রায় ১৫ মাসের সংঘর্ষে হাজারো প্রাণহানির পর শুক্রবার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা ও শনিবার ভোরে প্রধান মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, বন্দিমুক্তির কাঠামোসহ এই চুক্তি কার্যকর হবে রবিবার থেকে।
সরকারি সূত্র জানায়, ২৪ জন মন্ত্রী এই চুক্তির পক্ষে ভোট দেন, যদিও আটজন বিরোধিতা করেন। চুক্তি অনুসারে, যুদ্ধবিরতি প্রাথমিকভাবে ছয় সপ্তাহ চলবে। এই সময়ে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। প্রথম ধাপে ৯৫ জন ফিলিস্তিনি বন্দী রবিবার মুক্তি পাবে। এরপর প্রতিসপ্তাহে আরও বন্দীদের মুক্তি দেওয়া হবে।
যুদ্ধবিরতির শুরুতে ইসরায়েলি বাহিনী গাজার অনেক এলাকা থেকে সরে যাবে, ফলে লক্ষাধিক ফিলিস্তিনি ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরতে পারবেন। তবে মধ্যস্থতাকারী কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা সত্ত্বেও ইসরায়েলের আক্রমণ এখনও অব্যাহত রয়েছে। চুক্তি সফল হলে, দীর্ঘদিনের সংঘর্ষে বিধ্বস্ত গাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার আশা করা হচ্ছে।
এদিকে, মিসর-ইসরায়েল আলোচনার অংশ হিসেবে রাফাহ সীমান্ত দিয়ে মানবিক সহায়তা সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরইউএস