গাজার মধ্যাঞ্চলে আল-আওদা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ জানান, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসাইরাত শরণার্থী শিবিরে ঘটনার সংবাদ সংগ্রহ করার সময় তাদের সম্প্রচার ভ্যানটি হামলার শিকার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি জ্বলন্ত গাড়ির দৃশ্য দেখা গেছে।
নিহত সাংবাদিকরা হলেন ফাদি হাসুনা, ইব্রাহিম আল-শেখ আলি, মোহাম্মদ আল-লাদাহ, ফায়সাল আবু আল-কুমসান এবং আইমান আল-জাদি।
কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি।
আরএস