আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোয়ান। এ ছাড়া, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সতর্ক হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এ সব কথা বলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
তুর্কি রাষ্ট্রপতি বলেন:
“মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রকে নিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। কেননা, তেল আবিব হামলা বন্ধ করতে উদ্যত না হলে তারা আরও অঞ্চল দখল করবে। ফলে অঞ্চলজুড়ে অন্যান্য দেশের জন্য অকস্মাৎ ঝুঁকি দেখা দেবে।”
