ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাত অবসানে যুদ্ধবিরতির চুক্তি হতে যাচ্ছে।
বুধবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, গাজা যুদ্ধের অবসান চেয়ে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে।
প্রাথমিকভাবে ছয় সপ্তাহের জন্য চুক্তির কার্যকারিতা শুরু হবে বলে জানানো হয়েছে। এর আওতায় ধাপে ধাপে ইসরায়েলি সেনারা গাজা ছাড়বে এবং বন্দী বিনিময়ের শর্ত অন্তর্ভুক্ত থাকবে। হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হবে।
চুক্তিটি মিশর ও কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে সম্পন্ন হয়েছে। এ আলোচনা কয়েক মাস ধরে চলছিল। উল্লেখযোগ্যভাবে, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে এ সংকট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগেই এ সমঝোতা সম্পন্ন হলো।
হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা চুক্তিতে মৌখিক সম্মতি দিয়েছে এবং চূড়ান্ত স্বাক্ষরের আগে আরও কিছু তথ্যের অপেক্ষায় রয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর দ্রুত দেশে ফিরে এ বিষয়ে নিরাপত্তা মন্ত্রিসভা ও সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
আরইউএস