বিশেষ প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ব্যালেট নিশ্চিতে ঐক্যের ডাক দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রয়োজনীয় ছাড় ও উদারতা দেখাবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
রোববার (২৫ মে) রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতের আমির স্পষ্ট জানিয়েছেন যে ইসলামপন্থীদের একটি প্লাটফর্মে আনতে প্রয়োজনীয় সব ছাড় দেওয়া হবে। শুধু নির্বাচনের স্বার্থেই নয়, ভবিষ্যতে আলেমদের ওপর যেন আর কেউ নির্যাতন চালাতে না পারে, সে লক্ষ্যে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
রফিকুল ইসলাম খান দাবি করেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি নিপীড়ন চালিয়েছে আলেম-ওলামাদের ওপর। তিনি বলেন, “যদি আলেমরা ঐক্যবদ্ধ থাকেন, তাহলে ভবিষ্যতে কেউ তাদের ওপর জুলুম করার সাহস দেখাতে পারবে না।”
তিনি আরও বলেন, “আলেমদের বাদ দিয়ে কেউ এ দেশে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না। অতীতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আলেমদের ত্যাগ জাতি কখনো ভুলবে না।”
জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ সভায় বলেন, ১৭৫৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ওলামা-মাশায়েখরা সব আন্দোলনের অগ্রভাগে ছিলেন। ইসলামপন্থীরা দেশের জন্য জীবন ও রক্ত উৎসর্গ করেছেন, এবং তাদের প্রতি বিদ্বেষমূলক প্রচার আজ জনসাধারণের কাছে অসার প্রমাণিত হয়েছে।
তিনি দাবি করেন, জামায়াতের দায়িত্ব পালনকালে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। এটিই প্রমাণ করে ইসলামী দলগুলো কল্যাণ রাষ্ট্র হিসেবে দেশ গঠনে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব দিতে পারে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্ম পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ইসলামপন্থীদের হাতে গেলে একটি মানবিক, নিরাপদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন ইসলামপন্থী নেতারা ঐক্য গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।