আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। পরে বিক্ষোভ শেষে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।
রবিবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাজধানীর প্রবেশমুখে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
ডন লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের অবিলম্বে মুক্তির দাবিতে জনসমর্থন গড়ে তোলার উদ্দেশ্যে ইসলামাবাদের ২৬ নম্বর চাঙ্গিতে বিক্ষোভ সভার আয়োজন করে পিটিআই। সভার শেষ পর্যায়ে পুলিশ সভা দ্রুত শেষ করার তাগাদা দিলে পিটিআই নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে। পরে পিছু হটেন পিটিআই কর্মীরা। এ সংঘর্ষে সিনিয়র পুলিশ সুপার শোয়েব খানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং পিটিআই নেতাকর্মী আহত হন।
পরে পুলিশের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পিটিআইয়ের হাম্মাদ আজহার লেখেন:
“চাঙ্গিতে পুলিশ যা করেছে তা মূলত এক ধরনের বোকামি। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত জনতাকে আক্রমণ করেছে।”
এর আগে সভায় বক্তব্যে আজহার বলেন:
“পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা আজ এখানে সমবেত হয়েছেন দেশে আইন ও সংবিধানের শাসন পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যে। আমরা ইমরান খানকে মুক্ত করে আনব ইন্ শা আল্লাহ্। আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।”