ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে নিয়োগ দেওয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
বুধবার (০২ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০, (সংশোধিত আইন, ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমােদন সাপেক্ষে উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং উক্ত আইনের ১২ (১)ধারা অনুযায়ী কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় নিয়োগ বাতিল করতে পারবে।
উল্লেখ্য, ৫ই আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ই আগষ্ট বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসনে ভুঁইয়া পদত্যাগ করেছিলেন।
তামিম//বিএন