মসজিদ সমাজ বাংলাদেশ এর সভাপতি এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক জনাব নওয়াব আলী ভূঁইয়ার আহ্বানে ইসলামী ব্যাংক অব জাম্বিয়া চালুর বিষয়ে “এ ডিসকাশন মিটিং এবাউট ওপেনিং অফ ইসলামী ব্যাংক অব জাম্বিয়া লি.” নামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) মসজিদ সমাজের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে সভাটি আয়োজিত হয়। সভার শুরুতে আহবায়ক ইসলামী ব্যাংক অব জাম্বিয়া অনুমোদনের ইতিহাস তুলে ধরে বলেন,
জাম্বিয়ার সরকার বাংলাদেশ থেকে আল আরাফার ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আমাকে এবং ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একজনকে আহবান জানান ইসলামী ব্যাংক চালুর বিষয়ে পরামর্শ করার জন্য। পরবর্তীতে আমরা দুইজন সেখানে যাই এবং একটি আন্তর্জাতিক ইসলামী ব্যাংক চালুর বিষয়ে অনুমোদন পেয়ে যাই।