ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কার কট্টরপন্থী বৌদ্ধ সন্ন্যাসী গালাগোদাত্তে জ্ঞানসারাকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত।
২০১৬ সালে দেওয়া এক মন্তব্যের কারণে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) তাকে দোষী সাব্যস্ত করা হয়। এর পাশাপাশি তাকে ১,৫০০ শ্রীলঙ্কান রুপি জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।
এর আগেও জ্ঞানসারাকে ২০১৯ সালে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এটি তার তৃতীয়বারের সাজা। শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীদের শাস্তি দেওয়ার ঘটনা বিরল।
২০১৬ সালে একটি সংবাদ সম্মেলনে ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে জ্ঞানসারাকে গত ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়। আদালত রায়ে উল্লেখ করেছে যে সংবিধান অনুযায়ী শ্রীলঙ্কার প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্মচর্চার অধিকার রয়েছে।
জ্ঞানসারা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন, তবে আপিলের চূড়ান্ত রায়ের আগে তার জামিন আবেদন বাতিল করা হয়েছে।