ইসলাম ধর্ম এবং পবিত্র কুরআন নিয়ে কটূক্তি করার অভিযোগে পাকিস্তানের একটি আদালত ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাওয়ালপিন্ডির একটি আদালত এই রায় ঘোষণা করে।
বার্তা সংস্থা এপি জানায়, অভিযুক্তরা সামাজিক মাধ্যমে ইসলামিক ধর্মীয় ব্যক্তিত্ব ও কুরআন নিয়ে অবমাননাকর পোস্ট করেছিলেন।
বিচারক তারিক আইয়ুব রায়ে উল্লেখ করেন, ব্লাসফেমি এবং পবিত্র ব্যক্তিত্বদের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ এবং এতে কোনো নমনীয়তার অবকাশ নেই। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের পাশাপাশি ৪.৬ মিলিয়ন রুপি (প্রায় সাড়ে ১৬ হাজার ডলার) জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, আসামীদের আইনজীবী মনজুর রহমানি এই রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন। তিনি অভিযোগ করেছেন, তদন্তে পর্যাপ্ত প্রমাণের অভাব ছিল এবং ধর্মীয় প্রতিক্রিয়ার আশঙ্কায় বিচারকরা পক্ষপাতমূলক সিদ্ধান্ত দিয়েছেন।
পাকিস্তানের ব্লাসফেমি আইন অত্যন্ত বিতর্কিত, কারণ এর অধীনে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যদিও এখনও পর্যন্ত এই আইনের অধীনে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।
আরইউএস