পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীর বাসিন্দারা। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন রেলপথের যাত্রীরা। প্রতিটি ট্রেন চলছে নির্দিষ্ট সময়ে। ফলে ভোগান্তি পরতে হচ্ছে না উচ্ছ্বসিত যাত্রীদের।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ঈদযাত্রা।
সকাল থেকে প্রতিটি ট্রেনই যথা সময়ে ছেড়ে গেছে দেশের বিভিন্ন গন্তব্যে। যাত্রার দ্বিতীয় দিন ৪২টি আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রা করবে।