আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৬ দিনের ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ থেকে ০৭ এপ্রিল পর্যন্ত ১৬ দিন ক্লাস ছুটি থাকবে।
এছাড়া অফিস ছুটি থাকবে ২৬ মার্চ থেকে ০৬ এপ্রিল পর্যন্ত মোট ১২ দিন।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়