ঈদুল ফিতরের ছুটির ৭ দিনে প্রায় ১ কোটি ৭ লাখ সিমধারী ঢাকা ছেড়ে গেছেন, এমন তথ্য প্রকাশ করেছে সরকারি সূত্র।
২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ৭ দিনে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী রাজধানী ঢাকা ত্যাগ করেছেন। এর বিপরীতে ছুটি শেষে ঢাকায় ফিরেছেন প্রায় ৪৪ লাখ সিমধারী।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়ব তার ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য শেয়ার করেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ঈদের ছুটির ৭ দিনে ঢাকা ছাড়ার পর ৪৪ লাখ সিমধারী রাজধানীতে ফিরে এসেছেন।
ফয়েজ আহমদ তৈয়ব ফেসবুক পোস্টে জানিয়েছেন, ২৮ মার্চ থেকে ৩১ মার্চ (ঈদের দিন) পর্যন্ত ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ সিমধারী ঢাকা ছাড়েন। এরপর ১ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ সিমধারী রাজধানী ত্যাগ করেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিমধারী ৩০ মার্চ ঢাকা ছেড়েছেন।
এই হিসাব অনুযায়ী, ঢাকা ত্যাগকারীদের সংখ্যা ও ফেরত আসা সিমধারীদের মধ্যে বড় ব্যবধান দেখা যাচ্ছে, যা ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় এবং যাতায়াতের চাপের প্রমাণ।
ফয়েজ আহমদ তৈয়ব আরও বলেন, “এই তথ্য সিমধারী (ইউনিক ইউজার) হিসাবে গণনা করা হয়েছে, অর্থাৎ একটি সিম কার্ডের মাধ্যমে একক ব্যক্তির যাতায়াত হিসাব করা হয়েছে।”