বিশেষ প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশন পরিষদ পুনর্বহালের দাবিতে নগর ভবনের মূল ফটকে বিক্ষোভ ও সমাবেশ করেছেন জাতীয় পার্টি (জাপা সমর্থকরা। এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ৭ দিনের আলটিমেটাম দেন। অন্যথায়, আসন্ন কোরবানির ঈদের পর রংপুর অচল করে দেওয়ার হুমকি দেন তিনি।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টায় নগরীর শাপলা চত্বর থেকে মিছিল করে তারা নগর ভবনের সামনে অবস্থান নেন।
সমাবেশে মোস্তফা অন্তর্বর্তী সরকারের প্রতি বলেন, “সিটি পরিষদকে আগের মতো কার্যকর করতে হবে। অন্যথায় ঈদের পর ১২ বা ১৩ জুন থেকে নগর ভবনের ফটকে মঞ্চ বসিয়ে লাগাতার আন্দোলন চলবে।” তিনি আরও বলেন, “রংপুরের মানুষও শাহবাগের মতো অবরোধ করতে পারে। রংপুর অচল করে দেওয়ার জন্য জনতা প্রস্তুত আছে।”
বর্তমান প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মোস্তফা বলেন, “এমন একজন কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি এক শতাংশ কমিশন ছাড়া ফাইলে সই করেন না। রংপুরবাসীর উপর স্টিমরোলার চালানো হচ্ছে।”
সমাবেশে সাবেক কাউন্সিলর মোখলেসুর রহমান তরু, মকবুল হোসেন, ফেরদৌসি বেগমসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর শাখার নেতারা এবং ১৫-১৬ জন সাবেক কাউন্সিলর।