ভারত ও বাংলাদেশের জনগনের ভ্রাতৃত্বের সস্পর্ককে আরো জোরদার করতে বাংলাদেশ – ভারত মৈত্রী সমিতির উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ ৫ এপ্রিল, শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ডাকবাংলো মাঠে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক শ্রী নারায়ন সাহা মনি, কোষাধ্যক্ষ জনাব শেখ আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ আল মামুন। খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মৈত্রী সমিতির নির্বাহী সদস্য ও নীলফামারী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী। সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।