কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় পারিবারিক জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজন। রবিবার (৬ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে, যেখানে একে অপরের ওপর হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়েন এক বাড়ির চাচাতো ও জেঠাতো ভাইবোনেরা।
নিহতদের মধ্যে রয়েছেন—স্থানীয় মসজিদের খতিব ও জামায়াতের ওয়ার্ড আমির মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭), এবং তার বোন শাহিনা বেগম (৪০)। জানা গেছে, তারা সবাই একে অপরের ঘনিষ্ঠ আত্মীয়।
স্থানীয়রা জানান, পূর্ব থেকেই পারিবারিক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপড়েন চলছিল। আজ সকালে ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে এবং তা মুহূর্তেই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করা হয়, যার ফলে গুরুতর আহত হন একাধিক ব্যক্তি।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে এমএসএফ, আলিফ এবং উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।