বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন এবং পরদিন লন্ডনে পৌঁছে ওই ক্লিনিকে ভর্তি হবেন। এ তথ্য সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, “প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে রাত ১০টায় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। এ সময় তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, যা এনএইচএস-এর অধীনে একটি ঐতিহ্যবাহী হাসপাতাল।”
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জেনে রাজকীয় বহরের বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। এ বিমানে তার সঙ্গে ঢাকার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্যসহ কয়েকজন ব্যক্তিগত কর্মকর্তা এবং পরিবারের সদস্যরা থাকবেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানো হচ্ছে।
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে জাহিদ হোসেন বলেন, “দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থনা করছি, যাতে আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন।”
তিনি আরও বলেন, “লন্ডনের চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবেন। যদি প্রয়োজন হয়, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালেও নেওয়া হতে পারে।”
সৌদি আরবে ওমরাহ পালনের বিষয়ে তিনি জানান, খালেদা জিয়া সুস্থ থাকলে হয়তো ফেরার সময় ওমরাহ পালন করবেন।