শাহবাগে সড়ক অবরোধ করে গণঅভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসার দাবিতে প্রতিবাদ করেছেন।
বিএসএমএমইউতে চিকিৎসাধীন ওই আহতরা বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শাহবাগ থেকে ফার্মগেটের দিকে যাওয়া সড়ক অবরোধ করেন।
তাদের অভিযোগ, হাসপাতালে উন্নত চিকিৎসা না পাওয়ায় তারা সড়কে নেমেছেন। আন্দোলনরত একজন আহত ব্যক্তি বলেন, “আমরা দেশ স্বাধীন করেছি, অথচ আমাদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।”
এই আন্দোলনের কারণে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় সদস্য সারজিস আলম ঘটনাস্থলে পৌঁছেছেন।