কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে টানা নবম দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২টা থেকে একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এই বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের বলেন, ‘গত ২৮ তারিখে উপাচার্য এবং কোষাধ্যক্ষ মিলে যে হামলার ঘটনা ঘটিয়েছেন, তারপরেই আমাদের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছি। যতদিন না পর্যন্ত তারা পদত্যাগ করবে, ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।’
উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত সোমবার (৬ মে) থেকে অবস্থান কর্মসূচি পালন করছে কুবি শিক্ষক সমিতি।
রকি উল হাসান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়