দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা বাড়ি নির্মাণে বাধার মুখে পড়েছেন। টুর্নামেন্ট সেরা এই ফুটবলার নিজের জেলা রাঙামাটিতে সংবর্ধনা পেলেও প্রতিশ্রুত সুবিধা এখনও পুরোপুরি পাননি বলে অভিযোগ তুলেছেন।
২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ঋতুপর্ণা ও আরও চার ফুটবলার রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন। সে সময় জেলা প্রশাসন তাকে বাড়িতে যাওয়ার রাস্তা এবং একটি বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দুই বছর পরও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন তিনি।
শনিবার (২২ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে ঋতুপর্ণা জানান, প্রশাসনের পক্ষ থেকে তার জন্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছিল এবং রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এই প্রতিশ্রুতি রুপনা চাকমার ক্ষেত্রে বাস্তবায়িত হলেও তার ক্ষেত্রে তা হয়নি।
তিনি লেখেন, “২০২৪ সালে সাফজয়ী দলের সদস্য হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাই। এরপর নতুন প্রশাসনের কাছ থেকে আশার আলো দেখেছিলাম, কিন্তু বাস্তবায়ন হয়নি। দেরিতে হলেও ইউএনও সাহেব জানান, রাস্তাসংস্কারের জন্য বরাদ্দ এসেছে, আর জেলা প্রশাসক বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছেন। এতে আমি আনন্দিত ও কৃতজ্ঞ।”
কিন্তু এরপরই তিনি জানতে পারেন, তার বাড়ি নির্মাণে একটি মহল বাধা দিচ্ছে। তিনি হতাশা প্রকাশ করে লেখেন, “আমি ২০১৭ সাল থেকে দেশের প্রতিনিধিত্ব করছি, কিন্তু নিজ জেলার মানুষের কাছে কি সত্যিই মূল্যায়ন পাচ্ছি?”
এই ফুটবল তারকা আশা প্রকাশ করেন, প্রশাসনের প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয় এবং তিনি তার স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারেন।