এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য জরিমানা সহ আবারও ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সোনালী সেবার মাধ্যমে ২২ এপ্রিলের মধ্যে ফি পরিশোধ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ওই সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ শেষ করবে এবং প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হবে এবং ১০ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ইতোমধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
বিশেষ নির্দেশাবলীতে বলা হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে ৩০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা হবে, তারপর ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষায় ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষা হবে ২ ঘণ্টা ৩৫ মিনিট। এমসিকিউ ও সিকিউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।