কোটা সংস্কার আন্দোলনেকে ঘিরে সংঘটিত নাশকতা মামলায় আটককৃত ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে ঢাকা চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট (সিএমএম)। এ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের সরকারিভাবে আইনি সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।
২ আগস্ট (শুক্রবার) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি হয়। অন্যদিকে সিজিএম আদালতে আরও পাঁচজন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করা হয়েছে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত সহিংসতায় আটককৃত এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের শুনানি ২ আগস্ট বিকেলে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো আইন মন্ত্রনালয়। এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেলে শুনানির পর জামিল পেয়েছেন ৩৭ জন শিক্ষার্থী।
অপর দিকে, ১ আগস্ট (বৃহস্পতিবার) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ কতৃক আটককৃত এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ও অন্যান্য কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে সরকার আইনি সহায়তা দেবে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে অনেক এইচএসসি ও সমমান পরীক্ষার্থীকে।এরই প্রেক্ষিতে নটরডেম কলেজ সহ দেশের অনেক স্বনামধন্য কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা তাদের সহপাঠীদের জামিন না পাওয়া পযন্ত পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত জানায়।