সিরিয়া যুদ্ধের ক্লান্তি কাটিয়ে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে বলে দাবি করেছেন দেশটির নতুন শাসক আহমেদ আল-শারা, যিনি আল-জোলানি নামেও পরিচিত। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, এসব নিষেধাজ্ঞা পুরোনো শাসনের বিরুদ্ধে ছিল এবং এখন তা আর প্রাসঙ্গিক নয়।
আল-শারা বলেন, “বর্তমান পরিস্থিতিতে ভুক্তভোগী ও নিপীড়ককে এক করে দেখার কোনো মানে নেই। যা হয়েছে তা পেছনে ফেলে এগিয়ে যেতে হবে।”
সাম্প্রতিক সময়ে শারা বিদ্রোহী জোট হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বাশার আল-আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন। এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “২০১৬ সালে আমরা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। আমাদের সংগঠন সন্ত্রাসী নয়।”
শারা সিরিয়াকে আফগানিস্তানের সঙ্গে তুলনা করার অভিযোগও অস্বীকার করেছেন। তিনি বলেন, “দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা ভিন্ন। সিরিয়ার জনগণের মানসিকতা আলাদা।”
নারী শিক্ষার প্রসারে এইচটিএসের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “ইদলিবে আমাদের পরিচালিত বিশ্ববিদ্যালয়ে ৬০ শতাংশের বেশি শিক্ষার্থী নারী। আট বছরেরও বেশি সময় ধরে আমরা নারী শিক্ষায় গুরুত্ব দিচ্ছি।”
তিনি আশা প্রকাশ করেন, সিরিয়া এখন প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোর জন্য আর কোনো হুমকি নয় এবং নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটিকে পুনর্গঠনের সুযোগ দেয়া উচিত।