একই দিনে চাকরি পেয়েছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের দুই ভাই ও এক বোন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেমিনার এটেনডেন্ট পদে চাকরি পেয়েছেন ছোটবোন সুমি খাতুন। পাশাপাশি আবু সাঈদের দুই ভাই আবু হোসেন ও রমজান আলীকে চাকরি দিয়েছে বসুন্ধরা গ্রুপ।
বুধবার (৯ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুমি খাতুনকে সেমিনার অ্যাটেনডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল নিয়োগপত্র নিয়ে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান। বসুন্ধরা গ্রুপের পক্ষ হতে শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নিবার্হী ও অপর এক ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিন-এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী পদে চাকরি দেওয়া হয়েছে।
শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, আমার দুই ছেলেকে ওনারা (বসুন্ধরা গ্রুপ) চাকরি দিয়েছে। আমার এক ছেলেকে হারিয়েছি। দুই ছেলের বড় চাকরি হওয়ায় সাঈদের মা অনেক খুশি হয়েছে।
শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন,
“ আমাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।অনেকে আশ্বাস দিয়েছেন কিন্তু কেউ চাকরি দেয়নি। তারা আমাদের দুই ভাইকে চাকরি দিয়েছে।”