দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে ২১ ফেব্রুয়ারি গোয়ায় সমুদ্রসৈকতের ধারে চার হাত এক হলো রাকুল প্রীত সিংহ ও জ্যাকি ভাগনানির। দক্ষিণ গোয়ার সমুদ্রমুখী একটি হোটেলে বসেছিল বিয়ের আসর। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিপাড়ার অনেক তারকাই। আত্মীয়-পরিজন এবং কাছের বন্ধুদের উপস্থিতিতেই দাম্পত্যজীবন শুরু করলেন দুজনে।
জানা গেছে, গোয়ায় পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করলেন নবদম্পতি। তবে রাকুল ও জ্যাকি একই দিনে পরপর দুবার সাত পাকে বাঁধা পড়েছেন বলে জানা গেছে। এই জুটি দুই সম্প্রদায়ের রীতি-রেওয়াজ মেনে বিয়ে করেছেন।
গোয়ায় বিয়ের পর্ব মিটিয়েই মুম্বাই ফেরার কথা তাদের। আজ ২২ ফেব্রুয়ারি সেখানে বন্ধুবান্ধব, তারকাদের জন্য রয়েছে রিসেপশন পার্টির আয়োজন।