একটি দলের সন্ত্রাসীরা পালিয়েছে, অন্যদল তাদের জায়গা দখল করে বসে আছে। এমনকি প্রশাসনও তাদের প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালের দিকে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমদেরকে আগে ঠিক করতে হবে আমরা কাদের দল করব দুর্নীতিবাজ, লুটেরাদের না ইসলামের। দেশে শান্তি ফেরাতে ইসলামের দল করতে হবে। যারা টাকা দিয়ে পদ নেয় তাদের দ্বারা কখনো দুর্নীতি বন্ধ হবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও ইসলামী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ মুফতি শেখ মুহাম্মদ নুরুন নবী। সেসময় জেলার সকল ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলামকে সভাপতি ও অধ্যাপক শহীদুল ইসলামকে সেক্রেটারি করে আংশিক জেলা কমিটি ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করান।
আরিফুল ইসলাম রনক