বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি ছাত্রীদের নৈতিকতা ও মূল্যবোধের ক্ষেত্রেও সেরা হতে হবে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসার শহিদ আবদুল মালেক মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার বার্ষিক সদস্যা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “ছাত্রী অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থাকে নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুধু একাডেমিক সাফল্য নয়, নৈতিকতা ও মূল্যবোধের ক্ষেত্রেও উৎকর্ষ অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, মা জাতির সন্তানদের ওপর প্রভাব অনেক বেশি। এজন্য কুরআন-সুন্নাহ মায়ের মর্যাদার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এই মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে হবে এবং মায়ের সম্মান ধরে রাখার জন্য অগ্রাধিকার দিতে হবে।
ছাত্রীদের পড়াশোনা এবং দৈনন্দিন কাজ যথাসময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “মা-বাবারা মেয়ে সন্তানদের নিয়ে বেশি উদ্বিগ্ন থাকেন। ছাত্রীদের এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে যেন তাদের অভিভাবকরা পেরেশানিমুক্ত থাকেন।”
সাংগঠনিক কার্যক্রম আরও সহজ ও ছাত্রীদের উপযোগী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ছাত্রীসংস্থার রিপোর্টিং সিস্টেমসহ সব সাংগঠনিক কাজকে সহজবোধ্য করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী ডাক্তার তাহসিনা ফাতিমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
আরএস