ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় বাসের ধাক্কায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় বাসটির মালিক ডাবলু বেপারীকে গ্রেপ্তার করেছে হাসাড়া হাইওয়ে পুলিশ।
তাকে শনিবার (২৮ ডিসেম্বর) রাতে মাদারীপুরের শিবচর থেকে আটক করা হয়।
এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে বাসচালক নুরুন্নবীসহ দুজনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করে র্যাব ও হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, দুর্ঘটনাকবলিত বাসটি গ্যারেজ থেকে বের করার সময় এর ফিটনেস সনদ ছিল না। আরও জানা যায়, বাসটি পরিচালনায় মাদকাসক্ত ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালক নিযুক্ত করা হয়েছিল।
নিহতদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় বাসমালিক ডাবলু বেপারীকেও আসামি করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো একটি প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে বেপরোয়া গতির বাসটি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক নারী ও শিশুর মৃত্যু হয়। আহত আটজনকে হাসপাতালে নেওয়ার পথে চারজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
আরএস