বেশকিছু জনপ্রিয় গান কাভার করে আলোচনায় আসে দেশের জনপ্রিয় আন্ডার গ্রাউন্ড ব্যান্ড ‘উচ্চারণ’। এবার ব্যান্ডের ভোকালিস্ট এনামুল কবির রেবেলকে রাজধানীর রামপুরা এলাকা থেকে শুক্রবার (২৬ এপ্রিল) রাতে কোটি টাকার মাদক আইসসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জা নিয়েছে,এনামুল কবিরকে গ্রেপ্তারের পর রাতেই রামপুরা থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আরও তিন-চারজন জড়িত। তাদের খোঁজা হচ্ছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রেবেলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।