ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানায় প্রতিনিধি কমিটি গঠন করবে বলে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ব্যালট বিপ্লবের জন্যও প্রস্তুত থাকতে বলা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) জাতীয় নাগরিক কমিটির ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়।
জাতীয় নাগরিক কমিটির ভ্যারিফাইড ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে, “আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সকল থানায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠন করা হবে। বাংলাদেশ পুনর্গঠন করুন, ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হোন।”
প্রসঙ্গত, গত ২ নভেম্বর ২৫ শতাংশ নারী প্রতিনিধি, ৫ শতাংশ শহীদ ও আহত পরিবারের সদস্য নিয়ে সারাদেশে ‘থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা’ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি।