প্রায় এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি এপ্রিল মাসে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান শনিবার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২০১২ সালে দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন এই সংলাপে আগামী দিনের দ্বিপাক্ষিক রাজনৈতিক দিকনির্দেশনা ও সহযোগিতার রূপরেখা নির্ধারণ করা হবে।
এবারের সংলাপে পাকিস্তানের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। যদিও বাংলাদেশের পক্ষ থেকে কে নেতৃত্ব দেবেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক সম্পর্ক মজবুত করার দিকে মনোযোগী হয়েছে। চলমান রাজনৈতিক সংলাপকে সেই প্রচেষ্টার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার আশা করা হচ্ছে।
এছাড়া ২২ থেকে ২৪ এপ্রিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইশহাক দার বাংলাদেশ সফর করবেন। এই সফরকে পাকিস্তান বাণিজ্যিক, কূটনৈতিক ও সামরিক সম্পর্ক পুনর্গঠনের বড় সুযোগ হিসেবে বিবেচনা করছে।
গত বছরের ৫ আগস্টের ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বৈদেশিক নীতিতে পরিবর্তন আসে। অন্তর্বর্তী সরকার পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষত সামরিক ও অর্থনৈতিক খাতকে ঘিরে নীতিমালা নতুনভাবে সাজানো হচ্ছে।
এই রাজনৈতিক সংলাপ এবং উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এক নতুন মাত্রায় প্রবেশ করতে যাচ্ছে বলে আশা করছেন বিশ্লেষকরা।
সূত্র: ডেইলি পাকিস্তান