আরও জমজমাট হতে চলেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক্–বিবাহ অনুষ্ঠানে। একটি মাত্র প্রাক-বিবাহ অনুষ্ঠানেই যে আড়ম্বর এবং হইহুল্লোড় সমাপ্ত হবে না, সেটাই তো স্বাভাবিক। শোনা যাচ্ছে, এবার নাকি অনন্ত-রাধিকার প্রাক্–বিবাহ অনুষ্ঠানের পার্টিতে মঞ্চ কাঁপাতে পারেন কলম্বিয়ার গায়িকা শাকিরা।
জানা গেছে,অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান এ বার ভারতে নয়, হবে ইউরোপের মাটিতে। ইটালিকেই বেছে নিয়েছেন আম্বানিরা। এ বারও নাকি চমক থাকছে।
২৮ থেকে ৩০ মে — এ তিন দিন ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলবে অনন্ত এবং রাধিকার। সেখানেই তিনদিন ব্যাপী অনুষ্ঠানের একটি দিনে গাইবেন শাকিরা। তার জন্যে তিনি নিচ্ছেন প্রায় ৭৫ কোটি রুপি। এমনিতে নাকি এ ধরনের অনুষ্ঠানে গাইতে ১০-১৫ কোটি নেন শাকিরা। তবে আম্বানিদের বিয়ে বলে কি দর খানিকটা বাড়ালেন সেই নিয়ে জল্পনা!