জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী ববিতা। যার রুপে এখনও বুঁদ হয়ে থাকেন অনেকেই। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে ববিতার ধারণা খুব একটা সুখকর নয়। এখন আর আগের মতো রুপালি পর্দায়ও দেখা যায় না দাপুটে এই অভিনেত্রীকে। এবার চলচ্চিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ববিতা।
এখনকার চলচ্চিত্রে অশ্লীলতা খুঁজে পান তিনি। সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ববিতা।
দেশের বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে ববিতা বলেন, এখন খুব একটা সিনেমা দেখা হয় না। মাঝে মধ্যে দুই একটি কাজ হয়তো দেখি। কিন্তু সেসব সিনেমা দেখে মনে হয়েছে গল্প ও নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা অনেক বেড়ে গেছে। কারণ সুড়সুড়ি টাইপের অভিনয় দেখে তো আমি অভ্যস্ত নই। তাই আর সেভাবে এখন আর সিনেমা দেখা হয় না।