পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে বিশেষ কল্যাণ সভায় তিনি এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“দেশ ও জাতির স্বার্থে আপনাদেরকে কাজ করতে হবে। এজন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”