প্রতিটি ঈদ মানেই নতুন সিনেমা। বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদে বেশি সিনেমা মুক্তি পায়।
এবারের ঈদের তারকা হিসেবে রূপালি পর্দায় দেখা যাবে জনপ্রিয় নায়িকা মৌসুমী’কে। তার অভিনীত নতুন সিনেমা ‘সোনার চর’ আসছে এই ঈদে। সিনেমায় মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন ওমর সানী ও জায়েদ খান। পূর্ণিমা ও ফেরদৌস জুটিকেও দেখা যাবে এই ঈদে। তাদের অভিনীত ‘আহারে জীবন’ ঈদে মুক্তি পাচ্ছে।
তবে, ঈদ মানেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা। শাকিব খান ভক্তরা এবার ঈদে রূপালি পর্দায় দেখতে পারবেন শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। এই সিনেমাটি মুক্তির আগেই তার ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উন্মাদনা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু এই ঈদে আসছেন ‘ওমর’ সিনেমা নিয়ে এবং তাদের সাথে থাকছেন শরিফুল রাজ ও বুবলি। ‘কাজলরেখা’ সিনেমায় দেখা যাবে মন্দিরা চক্রবর্তী এবং সাদিয়া আয়মানকে। এছাড়াও অভিনেত্রী মিথিলা, ইরেশ যাকের ও শরিফুল রাজ থাকবে এই সিনেমায়।
জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ সিনেমাটি রয়েছে আলোচনায়। এই সিনেমাতেও রাজের সঙ্গে জুটি বেঁধেছেন বুবলি। এ ছাড়া, ‘মোনা-জ্বীন ২’ সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া।