বিয়ের প্রায় তিন বছর পর ২০২৩ সালে কন্যা সন্তান হওয়ার খবর জানিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক জিয়াউল রোশান। সে খবর এখন পুরনো। এবার আরও একটি আনন্দের সংবাদ দিলেন ঢাকাই ছবির এই তারকা।
দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন এই নায়ক। মঙ্গলবার (৩০ এপ্রিল) রোশানের স্ত্রী তাহসিনা এশা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মা-ছেলে দু’জনেই সুস্থ্য রয়েছেন বলে বুধবার (১ মে) দুপুরে নিজের ফেসবুকে সে খবরটি জানিয়েছেন তিনি। স্ট্যাটাসে রোশান লেখেন, ‘কন্যা ফেরিহা আমাতুল্লার জন্মের ১১ মাস পর গতকাল একটি পুত্র সন্তান আমাদের জীবনে এসেছে। আমি সবসময় আল্লাহর কাছে একটি কন্যা ও একটি পুত্র সন্তান চেয়েছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন।’সকলের কাছে দোয়া চেয়ে এই নায়ক লেখেন, ‘এশা ও আমার জন্য দোয়া করবেন, যাতে আমাদের সন্তানদের সুখী ও স্বাস্থ্যকর জীবন দিতে পারি।’
বর্তমানে রোশান ব্যস্ত তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ডেডবডি’র প্রচারণা নিয়ে। এমডি ইকবাল পরিচালিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ৩ মে।