এবার জুতার ব্যবসা শুরু করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার তিনি ফিলাডেলফিয়ার ‘স্নিকার কন’এ ‘ট্রাম্প স্নিকার্স’ ব্র্যান্ডের উন্মোচন করেন।
একজোড়া সোনালি রঙয়ের স্নিকারের ছবি নিজের এক নতুন ওয়েবসাইটের প্রদর্শনিতে দিয়েছেন ট্রাম্প। যার ট্যাগলাইন দিয়েছেন “দ্য নেভার সারেন্ডার হাই-টপ স্নিকার”৷ জুতার বিজ্ঞাপনে বলা হয়, কমপক্ষে ১০ জোড়া জুতায় ট্রাম্পের অটোগ্রাফ থাকবে। প্রথম লটে ১ হাজার জোড়া জুতা বিক্রির জন্য ওয়েবসাইটে তালিকাভুক্ত করার কিছুক্ষণের মধ্যেই সব জুতা বিক্রি হয়ে যায়। প্রতি জোড়া জুতার দাম ধরা হয়েছে ৩৯৯ মার্কিন ডলার বা প্রায় ৪৫ হাজার টাকা।
জানা যায়, ট্রাম্প বা তার কোনো সংগঠন এই জুতা উৎপাদন, ডিজাইন বা বাজারজাতকরণের সাথে সরাসরি জড়িত নন। একটি চুক্তির ভিত্তিতে তারা ট্রাম্পের নাম ও ছবি ব্যবহার করছে।