পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে জেনারেল সদর দপ্তরে (জিএইচকিউ) হামলার মামলায় অভিযুক্ত করা হয়েছে।
২০২৩ সালের ৯ মে পিটিআই নেতাকর্মীদের সামরিক স্থাপনায় হামলার ঘটনায় তার নাম উঠে আসে। এ মামলার শুনানি রাওয়ালপিন্ডিতে সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) অনুষ্ঠিত হয়।
আদালিয়া কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিচারক আমজাদ আলী শাহ মামলাটি পরিচালনা করেন। ইমরান খান এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি আদালতে উপস্থিত ছিলেন। পিটিআইয়ের আইনজীবীরাও শুনানিতে অংশ নেন। এ মামলায় ইমরান খান ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদসহ প্রায় ১০০ জন অভিযুক্ত হয়েছেন।
অভিযোগপত্রে ইমরান খানসহ ১৪৩ জনের নাম রয়েছে। এদের মধ্যে ২৩ জন, যেমন জুলফি বুখারি, শাহবাজ গিল ও মুরাদ সায়েদ, পলাতক বলে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত সবাইকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আদালত প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে। এ মামলার শুনানি এরই মধ্যে চারবার পিছিয়েছে।
২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর তার দলের সমর্থকরা জিন্নাত হাউস ও জেনারেল সদর দপ্তরে হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনী দিনটিকে ‘কালো দিন’ হিসেবে ঘোষণা করে। যদিও ইমরান খান এ হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর গুলি চালানোকে সহিংসতার মূল কারণ হিসেবে দায়ী করেছেন।
আরএস//বিএন