নারী চিকিৎসক আরজি করকে ধর্ষণ করে হত্যার ঘটনায় কলকাতার রাজপথ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। এই প্রতিবাদে পুরো কলকাতা ‘রাত দখলে’র সাক্ষী হয়েছে। সোশাল মিডিয়ায় আলিয়া ভাটও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
আলিয়া তার সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আরেকটি নৃশংস ধর্ষণ। মেয়েরা যে কোথাও নিরাপদ নয়, তা আরেকবার প্রমাণিত হলো।’
তিনি আরও লিখেছেন, “যদি আমাদের মনের ভিতরে এসব চলতেই থাকে, তাহলে আমরা কিভাবে দৈনন্দিন কাজ করতে পারব? এই ভয়ংকর ঘটনা আবারও প্রমাণ করেছে যে নারীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এক অসামঞ্জস্যপূর্ণ বোঝা বহন করে।”
প্রসঙ্গত, নিহত আরজি কর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরের বাসিন্দা। ৯ আগস্ট তার মৃতদেহ হাসপাতালে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়।
এমএ//