দৈনিক যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান আবারও পত্রিকাটির ডিক্লারেশন (প্রকাশনার অনুমতি) পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রকাশনা আইন অনুযায়ী, ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন) আইনে শফিক রেহমানকে এই ডিক্লারেশন দেওয়া হয়েছে। কয়েকদিন আগে যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছিল ঢাকা জেলা প্রশাসন, কারণ পত্রিকাটি প্রকাশনার নিয়ম লঙ্ঘন করেছিল। শফিক রেহমানের করা আবেদন অনুযায়ী তখন প্রকাশনার নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল, যার ভিত্তিতে ডিক্লারেশন বাতিল করা হয়। তবে এখন শফিক রেহমানের আবেদন মঞ্জুর হয়ে পত্রিকাটির ডিক্লারেশন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে।