রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে আক্রান্ত এক নারী মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
নরসিংদীর বাসিন্দা ওই নারীর শরীরে ৯ জানুয়ারি এইচএমপিভি শনাক্ত হয়। তাঁর অবস্থা ছিল জটিল, কারণ একইসঙ্গে তিনি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণেও ভুগছিলেন। কিশোরগঞ্জের জন্মস্থান হলেও তিনি নরসিংদীতে বসবাস করতেন এবং সেখানেই সংক্রমিত হন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, ২০১৭ সালে দেশে এই ভাইরাস প্রথম শনাক্ত হয়। ২০২৩ সালেও দুজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
এইচএমপিভি সংক্রমণে সাধারণত জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ হওয়া এবং শরীরে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। তবে শিশু, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন এমনদের ক্ষেত্রে নিউমোনিয়ার ঝুঁকি বেশি থাকে।
আরইউএস