একটি প্রবাদ বাক্য প্রায়ই শোনা যায়, যে রাঁধে সে চুলও বাঁধে। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান যা করছেন, তা এই প্রবচনের সমর্থক। দ্বাদশ জাতীয় সংসদের একজন নির্বাচিত সদস্য তিনি। নির্বাচনের সময়ে আলোচনায় উঠে আসেন মানুষের দ্বারপ্রান্তে গিয়ে ব্যতিক্রমী প্রচারণা চালিয়ে।
নির্বাচন শেষে আবার ফিরে আসেন ক্রিকেটের মাঠে। ব্যবসায়ের কাজটিও করছেন সব কাজের মধ্য দিয়ে। সবমিলিয়ে ২২ গজের অলরাউন্ডার হয়ে উঠেছেন মাঠের বাইরেরও অলরাউন্ডার।
সাকিব বিশ্বাস করেন, সময়ের এক ফোঁড়, অসময়ে দশ ফোঁড়। তাই একমুহূর্ত সময় নষ্ট না করে নেমে পড়েন নিজের পরবর্তী গন্তব্যে। সাকিব লড়াই করছেন কখনো প্রতিপক্ষের বিপক্ষে, কখনো নিজের বিপক্ষে, কখনো পরিস্থিতির বিপক্ষে। এই লড়াইয়ে সাকিবের পাশে যেন ‘রাজা’ বিশেষণ যুক্ত হয়েছে।
বিপিএলের দশম আসরের শুরুতে ব্যাটিং সমস্যায় ভুগতে থাকেন তিনি। হতাশার কণ্ঠে বলেছিলেন, ‘সমস্যাটা কোথায় হচ্ছে, সেটাই বের করার চেষ্টা করছি।’ বিসিবি সূত্রে জানা গিয়েছিল, তিনি চোখের সমস্যায় ভুগছেন।
সাকিব ক্রিকেটকে কেন্দ্রে রেখে ঘুরছেন সারা বিশ্বের বিভিন্ন কর্মকাণ্ডে। তার ভাবনায় এবার বিশ্বকাপ। এই পারফরম্যান্স ধরে রেখে যদি সাকিব বাংলাদেশের জার্সিতে নামেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, তাহলে সেটি টাইগার বাহিনীর জন্য বড় প্রাপ্তি হবে। সাকিব অনেক আগেই লক্ষ্য নির্ধারণ হিসেবে রেখেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে।